সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

নতুন বছর ॥ নূরে আলম মিয়াজী

নতুন বছর ----- নূরে আলম মিয়াজী নতুন সাজে নতুন বছর আসে মোদের মাঝে, তাকে মোরা করি বরণ আতশ বাজির সাজে। শব্দ দূষণ করি ভারী বিজাতীয় সংগীতে, সাথে চলে নাচন-কুদন বিচিত্র ভংগিতে! নষ্ট করি পয়সা কড়ি নেই না কারো খবর, এভাবেই খুড়ছি মোরা গরীব দুঃখীর কবর। না খেয়ে কত গরীব ভুখা খোলা আকাশ তলে, বলি তাতে যায় আসে কি মানবতা আজি ভুলে। এমন ভাবা উচিৎ নয়কো খোদার বান্দা ওরে! ইসলাম কহে ভাই তারা মোর দায়িত্ব কাধের পরে। ভাই যদি না খেয়ে মোর রয় খালি পেটে, খোদার কাছে কহিবো কি ঐ যে হাশর মাঠে? সকাল সন্ধ্যা কাঁদে তারা ক্ষুধার জ্বালায় কাতর, কেমনে থাকি মোরা আজি হৃদয় করে পাথর। আমিও মানুষ সেও মানুষ খোদার সৃষ্ট প্রাণী, চলো আজি ফুটাবো হাসি মুছে তাদের গ্লানি।

সাম্প্রতিক পোস্টগুলি