Nure Alam Miaji
Tech Enthusiast || Web Developer
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
প্রজাপতি ॥ নূরে আলম মিয়াজী
প্রজাপতি
---নূরে আলম মিয়াজী
আলো আঁধারে উড়ছো ঐ
রঙ্গিন প্রজাপতি
একটু দাঁড়াও! হবো সাথী
হয়ে আলোর জ্যোতি
আমরা আজি ব্যস্ত ভারি
হবে মোদের ক্ষতি
সময় যাচ্ছে দৌঁড়ে চলে
থামছে না এক রতি
আলোর বেগের নেই তুলনা
আছে প্রচুর গতি
সঙ্গে নিয়ে চলো আজি
অনুরোধ প্রজাপতি
রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
নতুন বছর ॥ নূরে আলম মিয়াজী
নতুন বছর
----- নূরে আলম মিয়াজী
নতুন সাজে নতুন বছর
আসে মোদের মাঝে,
তাকে মোরা করি বরণআতশ বাজির সাজে।
শব্দ দূষণ করি ভারী
বিজাতীয় সংগীতে,
সাথে চলে নাচন-কুদন
বিচিত্র ভংগিতে!
নষ্ট করি পয়সা কড়ি
নেই না কারো খবর,
এভাবেই খুড়ছি মোরা
গরীব দুঃখীর কবর।
না খেয়ে কত গরীব ভুখা
খোলা আকাশ তলে,
বলি তাতে যায় আসে কি
মানবতা আজি ভুলে।
এমন ভাবা উচিৎ নয়কো
খোদার বান্দা ওরে!
ইসলাম কহে ভাই তারা মোর
দায়িত্ব কাধের পরে।
ভাই যদি না খেয়ে মোর
রয় খালি পেটে,
খোদার কাছে কহিবো কি
ঐ যে হাশর মাঠে?
সকাল সন্ধ্যা কাঁদে তারা
ক্ষুধার জ্বালায় কাতর,
কেমনে থাকি মোরা আজি
হৃদয় করে পাথর।
আমিও মানুষ সেও মানুষ
খোদার সৃষ্ট প্রাণী,
চলো আজি ফুটাবো হাসি
মুছে তাদের গ্লানি।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
প্রজাপতি ॥ নূরে আলম মিয়াজী
প্রজাপতি ---নূরে আলম মিয়াজী আলো আঁধারে উড়ছো ঐ রঙ্গিন প্রজাপতি একটু দাঁড়াও! হবো সাথী হয়ে আলোর জ্যোতি আমরা আজি ব্যস্ত ভারি হবে মোদের ক্ষ...
-
নতুন বছর ----- নূরে আলম মিয়াজী নতুন সাজে নতুন বছর আসে মোদের মাঝে, তাকে মোরা করি বরণ আতশ বাজির সাজে। শব্দ দূষণ করি ভারী বিজাতীয় সংগীত...
-
প্রজাপতি ---নূরে আলম মিয়াজী আলো আঁধারে উড়ছো ঐ রঙ্গিন প্রজাপতি একটু দাঁড়াও! হবো সাথী হয়ে আলোর জ্যোতি আমরা আজি ব্যস্ত ভারি হবে মোদের ক্ষ...