শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
প্রজাপতি ॥ নূরে আলম মিয়াজী
প্রজাপতি
---নূরে আলম মিয়াজী
আলো আঁধারে উড়ছো ঐ
রঙ্গিন প্রজাপতি
একটু দাঁড়াও! হবো সাথী
হয়ে আলোর জ্যোতি
আমরা আজি ব্যস্ত ভারি
হবে মোদের ক্ষতি
সময় যাচ্ছে দৌঁড়ে চলে
থামছে না এক রতি
আলোর বেগের নেই তুলনা
আছে প্রচুর গতি
সঙ্গে নিয়ে চলো আজি
অনুরোধ প্রজাপতি
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
প্রজাপতি ॥ নূরে আলম মিয়াজী
প্রজাপতি ---নূরে আলম মিয়াজী আলো আঁধারে উড়ছো ঐ রঙ্গিন প্রজাপতি একটু দাঁড়াও! হবো সাথী হয়ে আলোর জ্যোতি আমরা আজি ব্যস্ত ভারি হবে মোদের ক্ষ...
-
নতুন বছর ----- নূরে আলম মিয়াজী নতুন সাজে নতুন বছর আসে মোদের মাঝে, তাকে মোরা করি বরণ আতশ বাজির সাজে। শব্দ দূষণ করি ভারী বিজাতীয় সংগীত...
-
প্রজাপতি ---নূরে আলম মিয়াজী আলো আঁধারে উড়ছো ঐ রঙ্গিন প্রজাপতি একটু দাঁড়াও! হবো সাথী হয়ে আলোর জ্যোতি আমরা আজি ব্যস্ত ভারি হবে মোদের ক্ষ...